বিদ্যাসাগরের জন্মদিন পালন

নূর আহমেদ,মেমারি : ২৬ সেপ্টেম্বর,ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৪ তম জন্মদিন পালন করা হল মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যা মন্দির শাখা ১ এ। বৃহস্পতিবার সকালে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন প্রধান শিক্ষক কেশবকুমার ঘোষাল ও পরিচালন কমিটির সভাপতি আশিষ ঘোষ দোস্তিদার। জানা যায় এদিন স্কুলের প্রতিষ্ঠা দিবসও। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আবৃত্তি, কবিতা, পাঠ, ভাষ্যপাঠ প্রভৃতি পরিবেশন করেন স্কুলছাত্রছাত্রীরা। সবশেষে মহালয়ার চন্ডীপাঠ করেন প্রধান শিক্ষক। উপস্থিত ছিলেন রাজকুমার বিষয়ী, স্কুলের শিক্ষক শিক্ষিকা অশিক্ষক ও ছাত্রছাত্রীরা।