|
---|
নিজস্ব সংবাদদাতা: বিদ্যালয়ের ছাত্রদের ভুলের দায়ভার প্রধান শিক্ষক তুলে নিলেন নিজের কাঁধে। শিক্ষক দিবসে মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভিতরে ছাত্রদের উদ্দাম নাচের ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে সমাজের বিভিন্ন স্তরে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও সামনে আসতেই, ছাত্রদের ভুলের দায়ভার নিজের কাঁধে তুলে নিলেন প্রধান শিক্ষক। বিষয়টি কোনভাবেই কাঙ্ক্ষিত নয় বলেও তিনি জানান। স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক দিবস উপলক্ষে মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভিতর অনুষ্ঠান চলছিল। সেখানেই তারস্বরে রীতিমতো হিন্দি গান বাজিয়ে উদ্দাম নৃত্য করতে দেখা যায় বিদ্যালয়ের ছাত্রদের(যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ লোকাল)। আর এই ছবি সামনে আসার পরই বিদ্যালয়ের প্রাক্তনিদের মধ্যে প্রতিক্রিয়া ফুটে ওঠে সোশ্যাল মিডিয়ায়।এমন একটা দিনে রবীন্দ্র, নজরুল, সুকান্ত ভুলে গিয়ে গায়ের শার্ট খুলে নাগিন ডান্সে, আবার চোখে কালো চশমা পরে শার্ট মাথার উপর ঘুরিয়ে চলে উদ্দাম নাচ। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগ্রে দিয়ে প্রাক্তনীরা জানান, এরকম উশৃংখল পরিবেশ মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ে আগে কখনও দেখেনি তারা। এই বিদ্যালয়ে একসময় পরপর সুব্রত কাপ জয়ের রেকর্ড ছিল, সেই বিদ্যালয়ের এহেন ছবি কেউই মেনে নিতে পারছে না। আর সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ উপড়ে দিয়েছেন অনেকেই। বিদায়লয়ে প্রধান শিক্ষক আশুতোষ ঘোষ ছাত্রদের ভুলের দায়ভার নিজের কাঁধে নিয়েই জানান। স্কুলের অন্যান্য শিক্ষকদের থেকে জানা যায়, শিক্ষক দিবসের দিন অসাধারণ একটা পরিবেশে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। যা পুরোটাই ছাত্ররা করেছিলো নিজেরা। অনুষ্ঠান পরবর্তী সময়ে শিক্ষকদের উপস্থিতিতেই ছেলেরা একটু আনন্দ করার অনুরোধ জানায়।
তারপরই, সেই আনন্দ যে এই রূপ নেবে তা ভাবতে পারেননি কেউ-ই। পাশাপাশি এই ভিডিওকে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে ভাইরাল করলো সেটাও জানার চেষ্টা চালানো হচ্ছে। প্রধান শিক্ষক জানান, সেই সময় ছাত্ররা এবং তাদের অভিভাবকরা ছাড়া আর কেউ ছিলো না। তাদের মধ্যেই কেউ এই ঘটনা ঘটিয়েছে বিদ্যালয়ের বদনাম করতে। যে ঘটনা ঘটেছে তা কোনসময় কাম্য নয়, আগামীদিনে এমন কোন ঘটনা আর ঘটবে না প্রধান শিক্ষক হিসাবে আশুতোষ ঘোষ তার দায়ভারও তুলে নেন। কেন এমনটা হল? উত্তরে প্রধান শিক্ষক জানান, হয়তো গত দুবছররে কোভিড পরিস্থিতিতে বিদ্যালয়ের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়াতে ছেলেদের মধ্যেও পরিবর্তন এসেছে, যার ফলেই এই ছবি।