|
---|
রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের মেঝিয়ারী এস.সি.এস উচ্চ বিদ্যালয়ে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০ তম জন্ম বার্ষিকী পালন করা হল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে একটি পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রাটি শুরু হয় বিদ্যালয় থেকে, পদযাত্রাটি মেঝিয়ারী বাজার পরিক্রমা করে। পদযাত্রার শেষ বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান,কবিতা করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকান্ত কর্মকার,বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রজতাভ মল্লিক,বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য বিবেকানন্দ বন্দ্যোপাধ্যায় সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। ছাত্র ছাত্রীদের উপস্থিতি ছিল ছোখে পড়ার মত।