|
---|
সংবদাতা : পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১ তম জন্মদিবসে “পরিদর্শক দিবস” হিসেবে সরকারি স্বীকৃতির দাবি তুলল মালদা জেলা বিদ্যালয় পরিদর্শক সমিতি । মালদা : বিদ্যাসাগরের জন্মদিনকে “পরিদর্শক দিবস” হিসেবে ঘোষণার দাবি তুললেন মালদা জেলা পরিদর্শক সমিতি। রবিবার মালদা জেলা পরিদর্শকগণ যথোচিত মর্যাদার সাথে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১ তম জন্মবার্ষিকী উদযাপন করেন। পশ্চিমবঙ্গ বিদ্যালয় পরিদর্শক সমিতি গোটা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতে ও পরিদর্শকগন এই অনুষ্ঠান করে চলেছেন। দীর্ঘদিন ধরেই পালিত হচ্ছে। রবিবার মালদা শহরের সংশ্লিষ্ট শিক্ষাভবনে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান, শ্রদ্ধানিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলার প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক অশোক মন্ডল । এদিন অবসরপ্রাপ্ত বিদ্যালয় পরিদর্শকদের মানপত্র ও বিভিন্নভাবে সংবর্ধিত করা হয়। এছাড়াও পর্যায়ক্রমে একাধিক পরিদর্শক বিদ্যাসাগরের জীবন দর্শন, মূল্যবোধ, শিক্ষা সহ বিভিন্ন দিক তুলে ধরে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বহু পরিদর্শকের দাবি পশ্চিমবঙ্গে প্রথম বাঙালি বিদ্যালয় পরিদর্শক ছিলেন বিদ্যাসাগর। তার জন্মদিন ২৬ সেপ্টেম্বর পরিদর্শক দিবস হিসেবে প্রতিবছর উদযাপিত হচ্ছে। কিন্তু সরকারের স্বীকৃতি এখন ও পাওয়া যায়নি। এবার এই জন্মদিন পালনের মাধ্যমে রাজ্য সরকারের কাছে পরিদর্শক দিবস হিসেবে সরকারী স্বীকৃতির আবেদন জানানো হবে। কালিয়াচক দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক তারিকুল ইসলাম জানান , প্রতিবছর বিদ্যাসাগরের জন্মদিবস পরিদর্শকগন পালন করে আসছেন। পরিদর্শকদের পক্ষ থেকে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করতে চাই আগামী দিনে সরকার যেন এই দিনটিকে পরিদর্শক দিবস হিসেবে স্বীকৃতি দেন। শিক্ষার মানচিত্রে যাতে পরিদর্শক দিবস হিসেবে ঠাই হোক আশাবাদী আমরা।
পশ্চিমবঙ্গ বিদ্যালয় পরিদর্শক সমিতির মালদা জেলার সম্পাদক বিশ্বজিৎ মন্ডল জানিয়েছেন,
” এদিন জেলার বিভিন্ন অবর বিদ্যালয় পরিদর্শক ডিআই অফিস শিক্ষাভবনে বিদ্যাসাগরের জন্মদিনে উপস্থিত থেকে পালন করেন পরিদর্শকরা। পশ্চিমবঙ্গ বিদ্যালয় পরিদর্শক সমিতির পক্ষ থেকেও জেলা পরিদর্শক অফিসে ও দিনটি পালন করা হয়। আমরা সমস্ত পরিদর্শকের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি আগামী দিনে যেন বিদ্যাসাগরের জন্মদিন ২৬ সেপ্টেম্বর দিনটাকে পরিদর্শক দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এই আবেদন রাজ্যে জানাব।” প্রসঙ্গত, ১৯৫২ সাল থেকে পরিদর্শক দিবস পালিত হচ্ছে। মালদা জেলায় বর্তমানে অবর বিদ্যালয় পরিদর্শক, এ আই , দুই ডিআই সহ মোট সদস্য প্রায় ৫০ জন রয়েছেন তার মধ্যে মহিলা পরিদর্শক আধিকারিক রয়েছেন ৯ জন বলে প্রাথমিকভাবে পরিদর্শক সূত্রে জানা গেছে।