বিদ্যাসাগরের জন্মদিনে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন রাজনগর উচ্চ বিদ্যালয়ে

 

     

    খান আরশাদ, বীরভূম:

     

     

    আজ বৃহস্পতিবার বিদ্যাসাগরের জন্মদিন।আজকের দিনেই ১৮২০ খ্রিস্টাব্দের ২৬ শে সেপ্টেম্বর মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগরের এই জন্মদিন উপলক্ষে রাজনগর উচ্চ বিদ্যালয়ের তরফে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যাসাগরের একটি আবক্ষ মূর্তি উন্মোচন করা হল। উন্মোচন করলেন রাজনগর উচ্চ বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি রানা প্রতাপ রায়। এরপর প্রদীপ প্রজ্বলন করে,বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে উত্তরীয় পরিয়ে এবং মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানো হলো। এই অনুষ্ঠানে আমন্ত্রিত বিদ্যালয়ের সমস্ত অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষা কর্মীদের সম্মাননা জ্ঞাপন করা হয়।

    বিদ্যাসাগরের মূর্তি প্রতিষ্ঠিত করতে পেরে খুশি বিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবারের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক দত্ত, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি রানা প্রতাপ রায় সহ সদস্য মহম্মদ শরীফ, আদিত্য সাহা, দামোদর রায়, শিক্ষানুরাগী প্রদীপ দে, অবসরপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক প্রমথনাথ ভান্ডারী, অবসরপ্রাপ্ত শিক্ষক স্বরূপ আচার্য, অবসরপ্রাপ্ত শিক্ষক গৌরহরি দত্ত, অবসরপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক সরোজ কান্তি ভট্টাচার্য্য সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সোমনাথ নন্দী ও শিক্ষক কৌশিক পাল। ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন শিক্ষক বাবলু মিয়া সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।