পথ ভুল করে ডায়না জঙ্গলের গভীরে ঢুকে যায় খেরকাটার বাসিন্দা বিজয় ওরাওঁ

নিজস্ব সংবাদদাতা: ডুয়ার্সের গভীর জঙ্গল থেকে গুরুতর জখম অবস্থায় এক যুবককে উদ্ধার করেছিল নাগরাকাটা (Nagrakata) ব্লকের খেরকাটা বিটের বনকর্মীরা। বুধবার রাতে সুলকাপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে পথ ভুল করে ডায়না জঙ্গলের গভীরে ঢুকে যায় খেরকাটার বাসিন্দা বিজয় ওরাওঁ। বৃহস্পতিবার বনকর্মীরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করলেও শেষ রক্ষা আর হল না। শুক্রবার দুপুরে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে মারা যান জখম যুবক।

     

    বন দপ্তরের খেরকাটা বিটের বিট অফিসার গৌতম মজুমদার বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে বলে খবর পেয়েছি। গত বুধবার সুলকাপাড়া বাজারে এসে জঙ্গল ঘেরা রাস্তা ধরে বাড়ি ফেরার সময় ডায়নার গভীর জঙ্গলে ঢুকে পড়েন। সেখানেই হাতির আক্রমণের শিকার হন। সারারাত জঙ্গলেই পড়ে ছিলেন। বৃহস্পতিবার বনকর্মীরা জঙ্গল টহলের সময় তাঁকে দেখতে পেয়ে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীন হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে পরে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁকে রেফার করা হয়। বিজয় বাবু কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে তাঁর পরিবার আগেই জানিয়েছিল। খেরকাটার রসিদ আলম নামে মৃতের এক প্রতিবেশী বলেন, ওঁদের পরিবারটি অত্যন্ত দুস্থ। ক্ষতিপূরণ পেলে খুব ভাল হত।