রবীন্দ্র স্মৃতি সমিতির বিজয়া সম্মিলনী

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: মেদিনীপুরের রবীন্দ্র স্মৃতি সমিতির উদ্যোগে মেদিনীপুরের সংস্কৃতি চর্চার অন্যতম প্রাণকেন্দ্র রবীন্দ্র নিলয়ে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। মঙ্গলবার সন্ধ্যায় রবীন্দ্র নিলয়ে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় রবীন্দ্রনাথের মূর্তি ও হেমন্ত মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে। এদিন সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, আলোচনার মধ্য দিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত হয়।

     

    উপস্থিত ছিলেন বিধায়ক দীনেন রায়, সমাজসেবী সুজয় হাজরা,পুর প্রশাসক মন্ডলীর সদস্য বিশ্বনাথ পান্ডব,স্মৃতি সমিতির সভাপতি অধ্যাপক জগবন্ধু অধিকারী, সম্পাদক লক্ষণচন্দ্র ওঝা, সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, সমাজসেবী কুনাল ব্যানার্জী,বাচিক শিল্পী অমিয় পাল, মালবিকা পাল,সময়বংলার কর্ণাধার জয়ন্ত মন্ডল প্রমুখ বিশিষ্ট জনেরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন লক্ষণচন্দ্র ওঝা।