জনপ্রিয়তা অর্জন বিকল্প পাঠশালার, জানালেন আগামীদিনের লক্ষ

জলপাইগুড়ি: “বিকল্প পাঠশালা” প্রায়  পাঁচ মাস ধরে চলছে এবিটিএর এই কোচিং ক্যাম্প।মুলত আর্থিক দিক থেকে যারা পিছিয়ে আছেন তাদের ছেলেমেয়েদের জন্যই চালু হয়েছে এই কোচিং ক্যাম্প।জলপাইগুড়িতে এই কোচিং ক্যাম্প যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন।মুলত এই ক্যাম্পের মুল দায়িত্বে যারা আছেন তাদের মধ্যে একজন সঞ্জয় দে সরকার জানালেন আমরা যখন এই কোচিং ক্যাম্প খুলি তখন আমরা একটা কথাই ঠিক করেছিলাম,যেভাবেই হোক না কেন এই কোচিং ক্যাম্পের মাধ্যমে নিম্নবিত্য ছেলেমেয়েদের আবার ইষ্কুলে ফিরিয়ে আনতে হবে।আর আমরা সেইসব ছাত্রছাত্রীদের কাছেই পৌছাবো যাদের আন্ড্রয়েড মোবাইল তাদের সন্তানদের কিনে দেবার সামর্থ নেই।আজকে আমাদের এই কোচিং ক্যাম্পে প্রায় তিনশোজন ছাত্রছাত্রী আছে।তারা অবশ্য রোজ আসে না।ভাগ ভাগ করে দেওয়া আছে।আমরা মুলত বই এবং খাতা যাতে সবার আছে কি না সেটা লক্ষ রাখি,তাই আমরা যথেষ্ট চেষ্টা করছি তারা যাতে ঠিকমতো পড়াশোনা করতে পারে।

    আমাদের আগামীদিনে লক্ষ থাকবে যাতে ছোট ছোট ছেলেমেয়েরা আবার পড়াশোনার জগতে ফিরে আসতে পারে,সে ইষ্কুল খোলা কিংবা বন্ধ থাকুক।