|
---|
নিজস্ব সংবাদদাতা :প্রথমের দিকে কিছু স্বল্প দৈর্ঘ্যের ছবি এবং একটি সিরিজের পর মিউজিক ভিডিও করেছিলেন বেশ কিছু।
বক্স অফিস হিট ছবি রসগোল্লার মূল নায়িকা অবন্তিকা বিশ্বাসের সাথে রুম নম্বর থার্টিন নামক ছবিটি করার পর, ‘ছুঁড়ে ফেলেছে’ নামক মিউজিক ভিডিওটি দিয়ে শুরু হয়েছিল তার মিউজিক ভিডিওতে অভিনয়ের জার্নি। মৌসম মুখার্জি, সুমন রোজের মতো সোশাল মিডিয়া তারকাদের সাথে কাজ করার পর সারেগামাপা খ্যাৎ রাহুল দত্তের ‘শিবা’ নামক মিউজিক ভিডিও দিয়েই নির্দেশনা শুরু করেছেন তিনি, এরপর একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি পরিচালনার কথাও বললেন আমাদের, ‘একটা স্বল্প দৈর্ঘ্যের ছবি নির্দেশনার কথা ভাবছিলাম কিছুদিন থেকেই, রাহুলের এই কাজের সাকসেস সাহস জুগিয়েছে।’
মেদনীপুরের একটি প্রত্যান্ত গ্রামে দাঁড়িয়েই চালিয়ে যাচ্ছেন লড়াই। এদিকে তেমন পরিকাঠামো নেই সিনেমার তবু হাতের কাছা থাকা সমস্ত টা দিয়েই করে চলেছেন সবটা। অভিনয় নাকি নির্দেশনা কোনটাকে ধরে এগোবেন পরবর্তীকালে এ প্রশ্নের উত্তরে উনি বললেন,
‘চলচ্চিত্র তো বার্তা পৌঁছে দেওয়ার একটা উন্নত মাধ্যম, ফলে বিষয়টা আমি ওভাবে দেখিনা। অভিনয় আমার বরাবর ভালো লাগে কিন্তু নির্দেশনাতে একটা অন্যরকম মজা আছে, মাথায় চলতে থাকা দৃশ্যগুলিকে দেখানোর আর ভাবানোর মজা।’