|
---|
মালদা, ২ ডিসেম্বর: নিম্নমানের রাস্তার কাজের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রামবাসীরা। এমনকি সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে দেন ক্ষিপ্ত গ্রামবাসীরা। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মানিকচক থানার করমুটোলা এলাকায় । গ্রামবাসীদের বিক্ষোভ শুরু হতেই কাজ ছেড়ে এলাকা থেকে সরে পড়েন নিযুক্ত ঠিকাদারি সংস্থার কর্মীরা। প্রায় তিন ঘণ্টা ধরে ওই এলাকার গ্রামীণ সড়কের নিম্নমানের কাজের প্রতিবাদ জানিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা । পরে স্থানীয় পঞ্চায়েত ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে মানিকচক ব্লক প্রশাসন।
স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মানিকচকের ডেইলি মার্কেট থেকে মথুরাপুর বাজারপাড়া পর্যন্ত পিচ রাস্তার কাজ শুরু হয়েছে।প্রায় ৪ কিলোমিটার রাস্তার কাজের জন্য বরাদ্দ করা হয়েছে সাড়ে তিন কোটি টাকা। বেশ কিছুদিন ধরেই ওই এলাকার পিচের রাস্তার কাজ চলছে। বাংলার গ্রামীণ সড়ক যোজনার অন্তর্ভুক্ত এই রাস্তার কাজের মান নিম্নমানের হওয়াই করমুটোলা এলাকায় কাজ বন্ধ করে এদিন বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ , রাস্তার কাজ শুরু হতেই পিচের চাদর উঠে যাচ্ছে। এতেই বোঝা যাচ্ছে এই এলাকার রাস্তার কতটা নিম্নমানের কাজ চলছে। এইজন্য এদিন গ্রামবাসীরা একজোট হয়ে ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই এলাকার রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে।
গ্রামবাসীদের অভিযোগ, যেভাবে এই এলাকার রাস্তার কাজ চলছে তাতে কয়েকদিনের মধ্যে পুনরায় বেহাল হয়ে পড়বে নির্মীয়মান সড়কটি। সরকারি টাকা নয়ছয় করছে নিযুক্ত ঠিকাদারি সংস্থা । স্বচ্ছতার সাথে কাজের দাবিও এদিন তোলা হয়েছে। এরকম নিম্নমানের কাজ চললে আবারো অবরোধ করে বিক্ষোভ দেখানোর কথাও জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার গ্রামবাসীরা।
মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র জানিয়েছেন, নিম্নমানের কাজের বিষয়টি সম্পর্কে কিছু জানা ছিল না। ওই এলাকার গ্রামবাসীদের একটি অভিযোগের কথা শুনেছি। কারা এই কাজটি করছে এবং কেনই বা নিম্নমানের করা হচ্ছে সেটা অবশ্যই খতিয়ে দেখার জন্য প্রশাসনকে জানানো হয়েছে।
মানিকচক ব্লক প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ওই এলাকার রাস্তা তৈরির ক্ষেত্রে সম্পূর্ণ কাজের তদারকি করে হবে। নিম্নমানের কাজ করা হলে নিযুক্ত ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।