নিম্ন চাপের জেড়ে জলমগ্ন শহর থেকে গ্রাম

মহিউদ্দীন আহমেদ, বোলপুর: বৃহষ্পতিবার রাত থেকে শুক্রবার দিনভর বৃষ্টিতে জলমগ্ন গ্রাম থেকে শহর। শুক্রবার বৃষ্টির পরিমানও বেশী ছিলো। যার জেরে ঘরবন্দী মানুষ। এদিন দুপুরের পর থেকে বীরভূম-বর্ধমানের মধ্যবর্তী অজয় নদীর জল বাড়তে দেখা যায়।

    বীরভূমের শাল বা কোপাই নদী, দ্বারকা, ময়ূরাক্ষী, বক্রেশ্বর সহ সব নদীতেই জল বাড়তে দেখা যায়। নদীর উপর ভাষা ব্রীজের উপর উঠে যায়। যান চলাচল বন্ধ রয়েছে ভাষা ব্রীজে। শহর বা গ্রামাঞ্চল সব জায়গায় রাস্তাঘাট জলমগ্ন। কোপাই নদীর জলে কংকালীতলা মন্দির চত্বর জলমগ্ন হয়ে পড়ে। এখন উচ্চ বিদ্যালয় গুলিততে একাদশ শ্রেনীতে ভর্তি চলছে। অতি বৃষ্টির কারনে এ্যডমিশন প্রক্রিয়া বন্ধ রাখা হয় আজ। শুক্রবার সারাদিনই একরকম বৃষ্টি হয়। কৃষিকিজে মাঠে কৃষকদের দেখা গেলেও রাস্তাঘাট জনশুন্য। সরকারী অফিস প্রায় ফাঁকা। সাধারন মানুষ খুব প্রয়োজন ছাড়া ঘড় থেকে বেড় হয় নি। শুক্রবার বৃষ্টির ফলে সাধারন মানুষ বাড়ীতে বসে উপভোগ করছেন দিন টিকে। অনেককে আবার ফাঁকা স্কুল, ক্লাবের বারান্দায় পিকনিক করতেও দেখা যায়। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চলছে ঝিপঝুপে বৃষ্টি। সকালের দিকে বৃষ্টির পরিমান বেশী ছিলো।