|
---|
উজির আলী, হরিশ্চন্দ্রপুরঃভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত পরিবারের পাশে দাড়ালেন প্রাক্তন বিধায়ক ও হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক দফতের তৃনমুল পরিচালিত নারী ও শিশু কল্যাণ কর্মাদক্ষ ওয়েস আলী, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাদক্ষ জয়শ্রী কর্মকার ও ব্লক সভাপতি কোয়েল দাস। জানা যায়, হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের বরোই গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা মেহেবুল হক (৩৪)বিহার রাজ্যে শ্রমিকের কাজ করতেন।
কর্তব্যরত অবস্থায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান মেহেবুল হক। গত বৃহস্পতিবার এলাকার মৃত্যু সংবাদ পৌছাতেই শোকের ছায়া নেমে আসে পরিবার ও এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, মেহেবুলই ছিল পরিবারের রোজগারের খুটিঁ। কাঁচা গৃহে রয়েছে বৃদ্ধা মা,স্ত্রী ও চার বছরের কন্যা সন্তান। ভবিষ্যৎ কি হবে দুশ্চিন্তায় পরিবার।
রবিবার দুঃসংবাদ পেয়ে পরিবারের পাশে দাড়ান হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন বিধায়ক তজমুল হোসেন মৃত পরিবারের বাড়ি পৌছান। এদিন প্রাক্তন বিধায়ক পরিবারকে সমস্ত সরকারী সাহায্যের অনুদানের আশ্বাস দেন। ব্লক দফতরের বিভিন্ন প্রকল্প ও রাজ্য সরকারের বাংলা আবাস যোজনা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন প্রাক্তন বিধায়ক। গ্রামবাসীর দাবি, আশ্বাসেই কি সার, এমতাবস্থায় এই দুস্থ পরিবারের আহারটুকু সংগ্রহ করা মুশকিল। ব্লক দফতরের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত মনে করেন গ্রামবাসী।