|
---|
মহঃ মফিজুর রহমান, বারাসাত : শ্রেণিকক্ষের মধ্যে অভব্য আচরণ করায় এক ছাত্রকে শায়েস্তা করতে গিয়ে ‘ভাইরাল’ হলেন স্কুল শিক্ষক । ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার অন্তর্গত বারাসাতের মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলে ।
ঘটনাটি গোপনে মোবাইলে ভিডিও করে সামাজিক মাধ্যমে ছেড়ে দেয় ক্লাসের কোনো এক ছাত্র। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে । একাদশ শ্রেণি কক্ষে প্রোজেক্ট জমা নিচ্ছিলেন ইতিহাসের শিক্ষক সমীর বন্দ্যোপাধ্যায় ।
অভিযোগ, সেই সময় ক্লাসের এক ছাত্র ওই শিক্ষকের সঙ্গে বার বার অসভ্য আচরণ করে । ছাত্রের অসভ্য আচরণে বিরক্ত হয়ে তাকে ‘মারধর’ করে ক্লাস থেকে বের করে দেন শিক্ষক । এই ঘটনা গোপনে মোবাইল ফোনে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ছেড়ে দেয় ক্লাসের কোনো এক ছাত্র। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যান ওই শিক্ষক। ওই শিক্ষকের দাবি, ‘ভিডিওটি ভাইরাল করে বদনামের চেষ্টা করা হচ্ছে ।’ অন্যদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া ঠিক হয়নি বলে জানান স্কুলের প্রধান শিক্ষক সেখ আলি হাসান।