|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: মানুষ আর পশু পাখি দেখতে পরস্পর থেকে ভিন্ন হলেও উভয় ভালোবাসার কাঙাল। একটু ভালোবাসা পেলে পশুপাখিদের মনে অদ্ভুত আনন্দের সৃষ্টি হয়। তারা সব সময় চায় যে ভালোবাসা পেয়েছে, সেই ভালোবাসা ফেরত দিতে।
ইতিমধ্যেই নেটদুনিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটির মধ্যে দেখা যাচ্ছে একটি হনুমান অসুস্থ এক বৃদ্ধাকে হাত বুলিয়ে দিচ্ছে।
এক আইএস অফিসার টুইটারে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, এক বৃদ্ধা রোজ একটি হনুমানকে খাওয়ার দিতেন। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন তখন দুদিন ধরে আর খাবার দিতে পারছিলেন না। এরপর সেই হনুমান বৃদ্ধার খোঁজ নিতে তার ঘরে ঢুকে পড়ে , শুধু তাই না এরপর অসুস্থ বৃদ্ধার মাথায় হাত বুলিয়ে দেয়।