|
---|
নিজস্ব সংবাদদাতা: মুসলমান যুবতীর গলায় শিবের ভজন মুহূর্তে ভাইরাল সেই ভিডিও। মুসলমান হয়ে শিবের ভজন করবার জন্য মুসলিম ধর্মগুরুদের তোপের মুখে ওই যুবতী।
ঘটনার বিষয় জানা গিয়েছে উত্তরপ্রদেশের মুজাফফরনগর এর এক হতদরিদ্র পরিবারের মেয়ে তসমিনা নাজ। বেশ কিছুদিন আগে তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছে। সে নিজের এক ছেলেকে নিয়ে ভাইয়ের সঙ্গে থাকে। তবে তার গলার গান দুর্দান্ত।
কিছুদিন আগে তার ভাইয়ের বন্ধু এ বিষয়ে জানতে পারেন, তারপর এক ইউটিউব চ্যানেলের তাকে গান করার সুযোগ করে দেন। মুসলমান যুবতীর গলায় শিবের ভজন নিমেষা ভাইরাল হয়। এরপর বিখ্যাত মিউজিক ডাইরেক্টর বিশাল দাদলানি ভিডিওটি পোস্ট করে। রীতিমতো ইন্ডিয়ান আইডল থেকে ডাক আসে তার। সেখানে গিয়ে নিজের ছেলের অসুস্থতার কথা জানাই সে, খুব কম সময়ের মধ্যে ছেলের চিকিৎসার খরচ জোগাড় হয়ে যায়। কিন্তু এরই মধ্যে মুসলমান ধর্ম গুরুরা তার উপর চোটেছেন কারণ তিনি মুসলমান হয়ে শিবের ভজন গেয়েছেন।