আইসিসি ট্রফি দিতে না পাড়ায় সরানো হয়েছে অধিনায়ক থেকে, দাবি বিরাট কহিলর

নতুন গতি, ওয়েব ডেস্ক : সীমিত ওভারের ক্রিকেটের থেকে অধিনায়কের পদ থেকে সরানো হয়েছে বিরাট কোহলি কে। সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব হারিয়ে চুপচাপ ছিলেন বিরাট কোহলি। ইঙ্গিত ছিল কোন ঝড় আসতে চলেছে। সেইরকমই হলো দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার প্রাকমুহুর্তে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন আর তিনি ভারতীয় দলকে টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব দেবেন না।

     

    বিরাট কোহলির মুখে শোনা গেল অভিমানের সুর। তিনি স্পষ্ট জানালেন তাকে কোন কিছু আগের থেকে না বলে সীমিত ওভারের অধিনায়কত্ব পদ থেকে সরানো হয়েছে। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বিরাট কোহলি কে অনুরোধ করেছিলেন টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব না ছাড়তে এমনটাই শোনা গিয়েছিল। কিন্তু বিরাট কোহলি স্পষ্ট করে বলেন তাকে এরকম কোন কিছু বলা হয়নি।

     

    বিরাট আরও জানিয়েছেন তার সঙ্গে রোহিত শর্মার কোনো বিবাদ নেই। তিনি অধিনায়ক হিসেবে সত্যি ভারতকে কোন আইসিসি ট্রফি দিতে পারেননি। সেই কারণে হয়তো তাকে সরানো হয়েছে।