|
---|
নতুন গতি, ওয়েব ডেস্ক : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ, ঝড়ের মোকাবেলা করার জন্য অগ্রিম নানা রকম ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার। আজকে উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা ও হাড়োয়া বিধানসভার অন্তর্গত নেতা মন্ত্রীদের নিয়ে এক ভার্চুয়াল আলোচনা সভার দ্বারা এলাকা ভিত্তিক ভাবে কর্মসূচী গ্রহণ করা হয়।
আজকের এই ভার্চুয়াল আলোচনা সভায় উপস্থিত ছিলেন দেগঙ্গার বিধায়িকা মাননীয়া রহিমা মন্ডল, হাড়োয়া বিধানসভার বিধায়ক মাননীয় হাজী নুরুল ইসলাম, স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মাননীয় জনাব এ কে এম ফারহাদ সাহেব, স্থানীয় থানার আইসি অরূপ কুমার, স্থানীয় ব্লক স্বাস্থ্য আধিকারিক সঞ্জয় চন্দ্র, সমষ্টি উন্নয়ন আধিকারিক সুব্রত মল্লিক, স্থানীয় পঞ্চায়েত সমিতির উক্ত পরিবহন কর্মাধ্যক্ষ আনিসুর রহমান বিদেশ, হুমায়ুন রেজা চৌধুরী, উমা দাস,আঞ্জুয়ারা বিবি, রিঙ্কু সাহাজি, হাজী আব্দুর রব,নওসাদ উদ জমান সহ অন্যান্য কর্মাধ্যক্ষ,প্রধান,ও উপপ্রধানরা