|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: আজ ২৭ শে নভেম্বর। নতুন গতি পালন করলো বিশ্বনবী দিবস। কলকাতার বই পাড়া অর্থাৎ কলেজ স্ট্রিটে অবস্থিত থিওসফিকাল সোসাইটিতে আয়োজন করা হয় নতুন গতির এই অনুষ্ঠান। এদিন দর্শকের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
সাহিত্যের বন্ধনে জড়িয়ে দুই বাংলা। তাই অনুষ্ঠানে শুধু পশ্চিমবঙ্গই নয়, উপস্থিত ছিলেন বাংলাদেশের কিছু বিখ্যাত সাহিত্যিক-কবি ও ধর্ম গবেষকরাও। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে নেতৃত্ব দেন নতুন গতির সম্পাদক ও কর্ণধার এমদাদুল হক নূর মহাশয়। সঞ্চালনায় ছিলেন মুজতবা আল মামুন ও আসাদুল ইসলাম মহাশয়। উপস্থিত ছিলেন সভাপতি হাসান ইমাম, ইসলাম বিশেষজ্ঞ ইসহাক মাদানী, শিক্ষাবিদ ডাক্তার সাইফুল্লাহ, অ্যাডভোকেট মাসুদ করিম সহ অন্যান্যরা।
এই অনুষ্ঠানের মাধ্যমে মওলানা আকরম খাঁ পুরস্কারে ভূষিত করা হয় মহিউদ্দিন সরকার ও ডাক্তার মহাম্মদ আবদুল হাইকে। ইসলামি গজলের মাধ্যমে নবীকে শ্রদ্ধা জানান পলাশ চৌধুরী মহাশয়। কবিতা পাঠ করেন মনিরা খাতুন, আরেফা গোলদার, কেতকি মির্জা ও চায়না খাতুন মহাশয়া। এছাড়াও কবিতা পাঠ করেন মহম্মদ মফিজুল ইসলাম, এম আলাউদ্দিন খান ও সঞ্চালক মুজতাবা আল মামুন মহাশয় সহ অন্যান্যরা। ইসলাম জগৎ ও তার সৌন্দর্য নিয়ে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন ইসলাম বিশেষজ্ঞ মহম্মদ ইসহাক মাদানী মহাশয়।
অনুষ্ঠানে সাহিত্য প্রেমীদের জন্য ছিলো এক বিশেষ চমক। এদিন ডাক্তার মহম্মদ আবদুল হাইয়ের ‘ইসলাম প্রচারের ইতিহাস’, ডাক্তার মহম্মদ আফসার আলীর ‘ সংখ্যাগরিষ্ঠের গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠ অনুন্নত সমাজ: উত্তরণের উপায়’ ও মহাব্বত আবু সাঈদের ‘ভাবতার জমিদার আব্দুল আজিজ ও সমকালীন ইতিহাস’ বইগুলি উন্মোচন করা হয়।
এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে দেওয়া হয় শান্তি ও সম্প্রীতির বার্তা। পাশাপাশি ইসলাম জগতের ইতিহাস ও নবীজির বাণী ও শিক্ষা নিয়েও বক্তব্য পেশ করা হয়। অনুষ্ঠান মঞ্চে হয় কোরআন পাঠও। উপস্থিত সাহিত্য প্রেমীরা স্টল থেকে ইসলাম জগতের সাথে যুক্ত কিছু বইও নিয়ে যান। এই অনুষ্ঠানকে ঘিরে খুশি লক্ষ করা গেছে উপস্থিত দর্শক ও অথিতিদের মধ্যে।