ভারত-বাংলাদেশ ব্যবসার উন্নতির জন্য পরিদর্শনে বাংলাদেশের হাইকমিশনের

মালদা: ভারত- বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক ব্যবসার আরো উন্নতি করতে বুধবার মহদীপুর স্থলবন্দর পরিদর্শনে আসেন বাংলাদেশের হাইকমিশনার।

    এদিন বাংলাদেশের হাইকমিশনার সহ মালদার এক্সপোর্ট ব্যবসায়ীসহ জেলা প্রশাসনের কর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান সহ অন্যান্যরা ঘুরে দেখেন মহদীপুর সীমান্তবর্তী এলাকা। ভারতীয় ব্যবসায়ীদের সাথে দুই দেশের মধ্যে ব্যবসায়িক উন্নতির জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার।

    মহদীপুর সিএনএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের কাছে বেশ কিছু বিষয়ে দাবি জানানো হয়। তাদের মূল দাবি গুলি রয়েছে বাংলাদেশ থেকে আসা ভারতীয় খালি গাড়ি পারাপারের জন্য আলাদা বাইপাস রাস্তা তৈরি করতে হবে। মহদীপুর ভারত-বাংলাদেশ সীমান্তের গেট 24 ঘন্টা খোলা রাখতে হবে। প্রতিদিন যাতে 500 পণ্য বোঝাই লরি বাংলাদেশ যেতে পারে সে ব্যবস্থা করতে হবে। এছাড়াও এক্সপোর্ট ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করেন দুই পক্ষের কর্তারা।