উপচার্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সমর্থনে বিশ্বভারতী চলো কর্মসূচি,এস এফ আই এর

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ঘিরে ছাত্র আন্দোলন অব্যাহত।পৌষমেলা নিয়ে জেলা শাসক, মন্ত্রী সহ জেলার বিভিন্ন আধিকারিকদের নিয়ে ও ঘটে মনোমালিন্য।বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন শুরু হতেই শুরু হয় ফের ছাত্র অবস্থান কর্মসূচি।সেই ঘটনার প্রেক্ষিতে ছাত্র আন্দোলনের সমর্থনে পাশে দাড়াতে এগিয়ে আসে বিভিন্ন সংগঠন।সেইরূপ সিপিআইএম প্রভাবিত ছাত্র সংগঠন এস এফ আই,পশ্চমবঙ্গ রাজ্য কমিটি বৃহস্পতিবার বিশ্বভারতী চলো র ডাক দিয়ে বোলপুর শহর এলাকা জুড়ে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করে।বোলপুর বিশ্বভারতীর উপাচার্যের স্বৈরাচারী পদক্ষেপের বিরুদ্ধে, বহিষ্কৃত ছাত্র ছাত্রী ও অধ্যাপকের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে এবং অবিলম্বে সোমনাথ সৌ এর ভর্তির দাবিতেই মূলত বিশ্বভারতী_চলো অভিযান কর্মসূচি। মিছিল থেকে আওয়াজ তোলে যে,এস এফ আই এর নেতৃত্ব সহ ৬ জন ছাত্রের অবিলম্বে সাসপেনশন প্রত্যাহার করতে হবে।

    সৌমনাথ সৌকে অবিলম্বে আদালতের রায় মেনেই ভর্তি করতে হবে।
    আর এস এস এর দালাল, স্বৈরাচারী উপাচার্যকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।
    অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে বহিস্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।
    এই সমস্ত দাবিতে ছাত্র সমাবেশ উজ্জীবিত করে তোলে এলাকা।
    এদিন মিছিলে উপস্থিত ছিলেন ছাত্র নেতা ময়ূখ বিশ্বাস, প্রতিকূর রহমান, সৃজন ভট্টাচার্য সহ সর্বভারতীয় ও রাজ্য নেতৃত্ব।