|
---|
নিজস্ব প্রতিনিধি, নতুন গতি: বিশ্বনবী স্মরণসভা, শান্তি সম্প্রীতি সভা মিনাখা চৈতল রয়েল ক্লাব ময়দানে। সর্বপ্রথম তারা কুরআন তেলাওয়াত এর মাধ্যমে সবার সুচনা করেন। তারপরে বিশ্বনবীর প্রতি আবৃতি তারপরে বিশ্বনবীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলেন। ডঃ আব্দুল মান্নান সাহেব ও মাওলানা আক্তার হোসেন সাহেব, গজল সম্রাট মোজাফফর হোসেন ও রুহুল আমিন, বিশিষ্ট সমাজসেবী শরিফুল ইসলাম ও ক্লাবের বিভিন্ন সদস্যবৃন্দ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করলেন। মাওলানা গিয়াস উদ্দিন ( রাজ্য সহ-সম্পাদক MSU ) সাদ্দাম হোসেন আব্দুর রহমান আব্দুল মোমেন সারাফাত আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে পুষ্পক বিতরণ ও মিষ্টি বিতরণ করেন।