স্বামী বিবেকানন্দ ১৫৮তম জন্মদিন উপলক্ষে বিবেক চেতনা উৎসব অনুষ্ঠিত হলো বামনগোলা ব্লক অফিস প্রাঙ্গণে

নতুন গতি, ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর আয়োজিত বামন গোলা ব্লক যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর উদ্যোগে বিবেক চেতনা উৎসব ২০২১ অনুষ্ঠিত হয়ে গেল বামন গোলা ব্লক অফিস প্রাঙ্গণে। এদিন ব্লক প্রশাসন পক্ষ থেকে সকালে প্রথমে ব্লক অফিস থেকে একটি র‍্যালি বের হয় গোটা পাকুয়াহাট পরিক্রমা করে শেষে ব্লক অফিসে এসে বিবেকানন্দ প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শ্রদ্ধা নিবেদন করেন ব্লক আধিকারিকসহ অনান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।পরে ব্লক প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৫৮তম জন্মদিন পালন করা হয়।

     

    এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আবৃত্তি, গান, ক্যুইজ কম্পিটিশন, বসে আঁকো প্রতিযোগিতা সহ বিভিন্ন অনুষ্ঠান মধ্য দিয়ে পালিত হয় স্বামী বিবেকানন্দের জন্মদিন। শেষে বামনগোলা ব্লকের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে যারা ভালো ফলাফল অর্থাৎ বিভিন্ন স্কুল থেকে যারা প্রথম হয়েছে তাদের সংবর্ধনা দেওয়া হয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামনগোলা ব্লকের বিডিও সঞ্জিত মণ্ডল মহাশয়,পাকুয়াহাট ফাড়ির পুলিশ আধিকারিক অজয় চৌধুরী, বন ও ভূমি কর্মদক্ষ পিংকি সরকার মাহাতো,সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।