“ভেঙে পড়তে পারে স্পেস স্টেশন”: পশ্চিম দেশগুলিকে হুমকি পুতিনের

নতুন গতি নিউজ ডেস্ক: “রাশিয়ার উপর থেকে আর্থিক নিষেধাজ্ঞা না তুললে ভেঙে পড়তে পারে আন্তর্জাতিক স্পেস স্টেশন” এমনই হুঁশিয়ারি দিলো মস্কো

    শনিবার রাশিয়ার উপর আরও একগুচ্ছ নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা। আর্থিকভাবে আরও ধাক্কা দেওয়ার জন্য জি-৭ গোষ্ঠী এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমন পরিস্থিতিতে আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলিকে সতর্ক করল রাশিয়া।

    এদিন রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রধান দিমিত্রিয় রোগোজিন জানিয়েছেন, আর্থিক নিষেধাজ্ঞা রাশিয়ার মহাকাশ গবেষণায় প্রভাব ফেলবে। মহাকাশ গবেষণা কেন্দ্রের রক্ষণাবেক্ষণে প্রভাব পড়বে। যার জেরে যে কোনও সময় ভেঙে পড়তে পারে স্পেস স্টেশনের রাশিয়ার একাংশ। আর রক্ষণাবেক্ষণের অভাবেই এই ঘটনা ঘটবে। তাই রোগোজিনের হুঁশিয়ারি, রাশিয়ার উপর আর্থিক নিষেধাজ্ঞা চাপানোর আগে পশ্চিমী দেশগুলির ভেবে দেখা উচিত। উল্লেখ্য, স্পেস স্টেশনে রাশিয়ার অংশ এই গবেষণাগারের কক্ষপথ ঠিক রাখার কাজ করে।