|
---|
জাকির হোসেন সেখ, নতুন গতি, কলকাতা: আশ্চর্য মনে হলেও খবরটা সত্যি। এবং সুখবরও বটে। নির্বাচন উপলক্ষে নিজেদের গ্রাহকদের জন্য এপ্রিল এবং মে- এই দু দুটো মাস সম্পূর্ণ বিনামূল্যে ডেটা পরিষেবা দিচ্ছে ভোডাফোন। তাও আবার আনলিমিটেড ডেটা। এমই অফার ঘোষণা করেছে ভোডাফোন, যাতে গ্রাহকদের মুখের হাসি সত্যিই চওড়া হতে বাধ্য। খবরে জানা যাচ্ছে আগামী ৮ই এপ্রিল থেকে শুরু হবে এই পরিষেবা। আর এর মেয়াদ থাকবে ২৩ মে পর্যন্ত।
আর কটা দিন বাদে ১১ই এপ্রিল থেকে শুরু হচ্ছে সপ্তদশ লোকসভা নির্বাচনের ৭ দফার ভোটগ্রহণ পর্ব। চলবে ১৯ শে মে পর্যন্ত। তারপর ৩ দিন বাদদিয়ে ২৩ শে মে হবে ভোটগণনা এবং ফল ঘোষণা। ভোডাফোন তাই ৮ ই এপ্রিল থেকে ২৩ শে মে পর্যন্ত ৪৫ দিনের মেয়াদে সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে এই পরিষেবা।
নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দল ভোটারদের তো কতই না প্রতিশ্রুতি দিয়ে থাকে।
কিন্তু তার কতখানিই বা পূরণ হয় ? বা আদৌ হবে কিনা তা নিয়ে সংশয়ও থেকেই যায়। ভোটের মরশুমে ভোডাফোন টেলিকম সংস্থা কিন্তু প্রতিশ্রুতি নয় বরং হাতে কলমে নগদ পরিষেবা দিতে মাঠে নেমে পড়ল। আর এ পরিষেবা এমনই যে, লোকসভা ভোটের কোনও গুরুত্বপূর্ণ খবর বা ভিডিও যাতে ভোডাফোনের গ্রাহকরা মিস না করেন, সেই কারণেই সম্পূর্ণ বিনামূল্যে আনলিমিটেড এই পরিষেবা প্রদান। যা নতুন-পুরনো, প্রিপেড, পোস্টপেড, সবধরনের গ্রাহকরাই পাবেন এই বিশেষ অফার।
তাই আপনি যদি ভোডাফোনের গ্রাহক হন, তাহলে আজ ৭ই এপ্রিল রবিবারের মধ্যে অবশ্যই আপনার মোবাইলে একটি টেক্সট মেসেজ ঢুকবে। তাতে বিশেষ একটি কোডের উল্লেখ থাকবে, যে কোডটি দিয়ে একটি নম্বরে আপনাকে এসএমএস পাঠাতে হবে। কোন নম্বরে এসএমএস করতে হবে, তাও লেখা থাকবে ওই মেসেজে। তারপর ওই কোডটি উল্লেখ করে স্পেস দিয়ে নিজের মোবাইল নম্বর লিখে ওই নম্বরে পাঠিয়ে দিলেই কাজ শেষ। তারপর আগামীকাল ৮ই এপ্রিল থেকে ২৩ শে মে পর্যন্ত প্রায় দু’মাস আপনাকে ডেটা ব্যবহারের জন্য আর কোনোরকম টাকা পয়সা খরচ করতে হবে না। একদম নিখরচায় অফুরন্ত সময় ধরে ইন্টারনেটে চোখ রাখা যাবে।
জানা যাবে লোকসভা ভোটের খুঁটিনাটি সবকিছু।
আসলে লোকসভা নির্বাচনকে হাতিয়ার করে গ্রাহক সংখ্যা বাড়াতেই এই উদ্যোগ নিয়েছে ভোডাফোন বলে জানা যাচ্ছে।