|
---|
বাইজিদ মন্ডল, দ:২৪ পরগনা: আজ সোনারপুর স্টেশন সংলগ্নে এক কর্মসূচির আয়োজন করা হয়! উক্ত সভায় উপস্থিত ছিলেন All India brother’s union’ সমাজতান্ত্রিক বঙ্গীয় পুরুষ মোর্চা, অল বেঙ্গল মেন্স ফোরাম, Union of men, rudra welfare foundation, Pkpct, প্রত্যেক পুরুষ অধিকার সংগঠনের সদস্যরা বলেন বর্তমান সময়ে যেখানে নারী পুরুষ সমান সমান অধিকার বলে বিপরীত লিঙ্গরা গলা ফাটাচ্ছে কিন্তু বাস্তবে সাম্যতার কোন চিহ্ন পাওয়া যায় না। শুধু বিশেষ বিশেষ বিশেষ সুবিধা কি করে হাতিয়ে নেওয়া যায় তাই একমাত্র বিপরীত লিঙ্গের লক্ষ্য। এই বিশেষ বিশেষ সুবিধা গুলি বর্তমানে পুরুষ শোষণের রূপ নিয়েছে। যাতে করে সম্পূর্ণ পুরুষ এবং বালক সমাজ কোণঠাসা হতে হতে আজ দেয়ালে পিঠ ঠেকে গেছে। পুরুষকে ঘুরে দাঁড়াতে হলে এবং সম্মানের সাথে বাঁচতে হলে পুরুষ অধিকার আন্দোলন যুগ উপযোগী এবং একান্ত আবশ্যক। বিশ্বের কোন সভ্য দেশে এই গণপরিবহনে আসন সংরক্ষণ আসন সংরক্ষণ নেই।
তথাপি ভারতবর্ষে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে কিভাবে চালিয়ে যাওয়া হচ্ছে। এই সংরক্ষন কতটা ন্যায় সংগত যুক্তিসঙ্গত ও বিজ্ঞানসম্মত যুক্তিবাদী মানুষেরা, বুদ্ধিজীবীরা বলতে পারেন কি। যেহেতু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার চুপ তাই সমস্ত পুরুষের অধিকার আদায়ে পুরুষকে নিজেই করতে হবে। তাই পুরুষ অধিকার সংগঠনগুলি একত্রিত হয়ে যে কোন উপায়ে এই বিশেষ অধিকারকে খর্ব করে প্রকৃত সমান অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যেই এই কর্মসূচি। পরবর্তীতে এই পুরুষ অধিকার না আদায় হলে আরও বৃহৎ আন্দোলনের হুশিয়ারি দেয়।