|
---|
ভলিবল প্রতিযোগিতা জলঙ্গীতে
সহিদুল ইসলাম, নতুন গতি, জলঙ্গী: মুর্শিদাবাদ জেলার অন্তর্গত জলঙ্গীর দাঁইড়পাড়ায় সোনালী সঙ্ঘ ক্লাবের মাঠে ভলিবল প্রতিযোগিতা হয়ে গেল ১২ই ডিসেম্বর রবিবার। এই প্রতিযোগিতাটি ছিল জলঙ্গী থানা ও সাগর পাড়া থানার পুলিশের মধ্যে। পড়ন্ত বিকেলে এলাকার মানুষের উন্মাদনায় খেলার মাঠ মুখরিত উঠেছিল। খেলাটি প্রথম থেকেই দুই টিমের মধ্যে ছিল টানটান উত্তেজনা। এই খেলায় বিচারক ছিলেন – সাইনুল ইসলাম ও গোলাম রব্বানী। যদিও শেষ পর্যন্ত জলঙ্গী থানা জয় লাভ করে। খেলাটিতে উপস্থিত ছিলেন জলঙ্গী থানার এস. আই শুভেন্দু সাহা এবং সাগর পাড়া থানার এস. আই-মাধব পান মহাশয়। উপস্থিত ছিলেন, এলাকার প্রাক্তন শিক্ষক মহিত দেবনাথ মহাশয়। ক্লাবের একাধিক সদস্য মনিরুল বিশ্বাস, ইনজামামূল হক, জিয়ারুল বিশ্বাস,জামরুল মণ্ডল, সান্টু বিশ্বাস, রফিকুল বিশ্বাস, সানি প্রভৃতি উপস্থিত ছিলেন। এই খেলা ঘিরে আট থেকে আশি সকল স্তরের মানুষ মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা, যা ছিল চোখে পড়বার মতো।