|
---|
মইদুল ইসলাম, বীরভূম –পশ্চিমবঙ্গে স্বেচ্ছারক্তদান আন্দোলনসংশ্লিষ্ট সমাজকর্মীদের 32 তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের মুক্তাইচন্ডী পাহাড় প্রাঙ্গণে। অনুষ্ঠান চলে ২ রা নভেম্বর থেকে ৪ ঠা নভেম্বর পর্যন্ত। অনুষ্ঠানে আমন্ত্রন করা হয় রাজ্যের বিভিন্ন এলাকায় যে সব সংস্থা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি নিয়ে কাজ করছে তাদের। সব সংস্থা থেকে প্রতিনিধিদের বক্তব্য দিতে বলা হয়। সম্মেলনের প্রধান উদ্দেশ্যই হল রক্তদানে আরো স্বেচ্ছাসেবী সংস্থা কে এগিয়ে নিয়ে আসা, সাধারন মানুষ ও যাতে আরো বেশি করে রক্তদানে এগিয়ে আসে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বীরভূম জেলার এর প্রতিনিধি হিসেবে এই অনুষ্ঠানে ডাক পাই মুরারই এর পাটাগাছি সূর্যোদয় ওয়েলফেয়ার সোসাইটি। এই সোসাইটির প্রতিনিধি রুপে উপস্থিত ছিলেন মহঃ সামিম হোসেন। তিনি তার বক্তব্য তুলে ধরেন এবং ভবিষ্যতে কি করে এই রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।