|
---|
নতুন গতি প্রতিবেদক : দিনটি ছিলো ১৪ই ফেব্রুয়ারি ২০১৯, সারা দেশের মানুষ নিজেদের মতো করে প্রতি বছরের ন্যায় সেই বছরেও ভালোবাসা – র দিনটি সুন্দরভাবে সাজিয়ে তুলতে ব্যাস্ত ছিল। একইসঙ্গে সবাই নিজ নিজ ভালোবাসা প্রকাশে ব্যাস্ত ছিল। পুলওয়ামার লেথাপোড়া দিয়ে ভারতীয় বীর যোদ্ধাদের কনভয় জম্মু শ্রীনগর ন্যাশনাল হাইওয়ে দিয়ে পাশ হওয়ার সময় হঠাৎ একটি ভয়ানক বিষ্ফোরণের শব্দে আকাশ বাতাস কেঁপে ওঠে। ৪০ জন CRPF সহ সেনাবাহিনীর কনভয়টি ধ্বঃস হয়ে যায়। ছিন্ন ভিন্ন অবস্থায় তাদের দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে রাস্তায়।
পাকিস্তানের জঙ্গি হামলার সেই দিন সারা ভারতীয়দের মনে দাগ কেটে দেয়। নেমে আসে ভারাক্রান্ত মনে শোকের ছায়া। আনন্দের বুক চিরে কান্নার চিৎকারে চারিদিক ভরে যায়। ভারত মাতার সকল বীর যোদ্ধারা অনবরত তাদের রক্ত ও জীবন দিয়ে সক্রিয়ভাবে লড়াই করে যাচ্ছে আমাদের জীবন রক্ষার স্বার্থে। তাই পুলওয়ামা র ওই দিনটিকে কেন্দ্রকরে WEST BENGAL BLOOD SOURCE এর তরফ থেকে পশ্চিমবঙ্গ তথা সারা রাজ্যে (কলকাতা, মানিকতলা, রাজারহাট, ঢাকুরিয়া, যাদবপুর, মুকুন্দপুর, সোনারপুর, রানাঘাট, রাজস্থান, কোচবিহার, রায়গঞ্জ, মালদা, ও ক্যানিং) মোট ৪৫জন স্বেচ্ছায় রক্তদান করে শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা প্রদান করলেন সেই বীর জওয়ান দের উদ্দেশ্যে।
এদিন সংগঠনের কর্মকর্তা অসীমা দে জানান, বিভিন্ন জেলা থেকে এমন সাড়াপেয়ে আমরা অত্যন্ত খুশি। রোজের রক্তদানের পাশাপাশি আমরা এই ১৪ই ফেব্রুয়ারি দিনটি একটু অন্যভাবে পালনের চেষ্টা করলাম। স্বেচ্ছায় রক্তদান করে ভারতের সকল বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানালাম।