|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: রবিবার পাকুয়াহাট সমবেত প্রয়াসের উদ্যোগে, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায়, মালদা জেলার ৭০ টি স্বেচ্ছাসেবী সংগঠন ও ১৫০ জন রক্তদান আন্দোলনের সংশ্লিষ্ট সমাজকর্মীদের নিয়ে থ্যালাসিমিয়া মুক্ত গড়ার লক্ষ্যে সচেতনতা পদযাত্রা পাকুয়াহাট পরিক্রমা করে পাকুয়াহাট কলেজে সমাপ্তি হয়। দ্বিতীয় পর্বে প্রদীপ প্রজ্বোলনের মাধ্যমে উদ্বোধন করেন, গাঙ্গুরিয়া শ্রী শ্রী সারদা তীর্থমের স্বামীআত্মাপ্রানানন্দ মহারাজ।
স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া বিষয়ক আলোচনা পাকুয়াহাট ডিগ্রী কলেজ সংলগ্ন কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন পাকুয়াহাট সমবেত প্রয়াসের সভাপতি ডা: তুষার কান্তি বণিক, উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক মালদা ডা: অমিতাভ মন্ডল, মালদা মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের চিকিৎসক সুশান্ত ব্যানার্জি, ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, পাকুয়াহাট সমবেত প্রয়াসের কোষাধক্ষ্য সুশান্ত সরকার, সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদার রক্তদান আন্দোলনের অন্যতম কর্মী সুরজিৎ মন্ডল প্রমূখ। অনুষ্ঠানে করোণা আবহে ১৫০ জন রক্তবন্ধু ও ৭৫ টি স্বেচ্ছাসেবী সংগঠককে সম্বর্ধনা প্রদান করা হয়।