ছাত্র যুব মহিলাদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবির

বাইজিদ মণ্ডল, মগরাহাট:- প্রতি বছরের মতো এ বছরও মূর্মূর্ষ রুগীদের রক্তের অভাব দূর করতে মগরাহাট পশ্চিম বিধান সভার ছাত্র যুব মহিলাদের উদ্যোগে ও আমরা সবাই এর পরিচালনায় এবং প্রাক্তন রাজ্যের সংখ্যালঘু মন্ত্রী বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লার সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির এবং কম্পিউটারাইজ চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিন উস্থি কে.সি.পি.এম ইনিস্টিটিউশান প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও উক্ত স্কুলের ভূমি দাতার মূর্তিতে মাল্যদান করে এই রক্তদান শিবিরের শুভ সূচনা করেন রাষ্ট্রমন্ত্রী পরিবহন দপ্তর, দিলীপ মন্ডল। এছাড়াও সঙ্গে উপস্থিত ছিলেন বিডিও ফতেমা কাওসার, বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা, জাহাঙ্গীর খান ফলতা পঞ্চায়েত সমিতির সভাপতি, বিধায়ক জয়দেব হালদার মন্দির বাজার, বাপি হালদার বিশিষ্ঠ সমাজ সেবী সুন্দর জেলা, বিধায়ীকা নমিতা সাহা মগরাহাট পূর্ব,বিশিষ্ঠ সমাজ সেবী শক্তিপদ মণ্ডল ,মিনুফা বেগম মগরাহাট ১নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সদস্য মুজিবর রহমান মোল্লা, জেলা পরিষদের সদস্যা তন্দ্রা পুরকাইত,যুব কার্যকরী সভাপতি নাজবুল দপ্তরী, সাবির উদ্দীন পুরকাইত, ফেলুরাম হালদার সহ ব্লক ও সকল অঞ্চলের নেতৃত্বরা।