|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী মেলা ২০২১ উপলক্ষে হবিবপুর উন্নয়ন সমষ্টির উদ্যোগে, অনগ্রসর শ্রেণী কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন বিভাগের আয়োজনে। ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখা ও পাকুয়াহাট সমবেত প্রয়াসের সহযোগিতায়, হবিবপুর ফুটবল ময়দানে স্বেচ্ছায় রক্তদান শিবিরে ২০ জন, রক্তদান করেন। উপস্থিত ছিলেন বি. ডি ও. হবিবপুর সুপ্রতীক সাহা।বিশিষ্ট সমাজসেবী চুনিয়া মুর্মু, পাকুয়াহাট সমবেত প্রয়াসের সভাপতি ডা: তুষার কান্তি বণিক, সম্পাদক বরুণ সরকার, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা। সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদার সদস্য দোলন ব্যানার্জি ও সুরজিৎ মন্ডল প্রমুখ।