|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক : ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত এর হাড়োয়া থানা কমিটির উদ্যোগে ও বারাসাত ক্যান্সার রিসার্চ সেন্টার এবং ওয়েলফেয়ার সেন্টারের সহযোগিতায় গতকাল ১৮ই অক্টোম্বর ২০২০ তারিখ রবিবার হাড়োয়া ৯১নং বাসস্টান্ডে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রক্ত অর্পন শিবিরের আয়োজন করা হয় ।
উক্ত রক্ত অর্পন শিবিরে এলাকার জাতি-ধর্ম,নর-নারী নির্বিশেষে স্বতস্ফুর্ত ভাবে ২৯৪ জন রক্তদান করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহঃসম্পাদক পীরজাদা নওসাদ সিদ্দীকি আলকোরায়েশী। তিনি জানান যে সমস্ত চিকিৎসক, চিকিৎসাকর্মী ও প্রশাসনিক ব্যক্তিবর্গ কেভিড-১৯ মহামারী ভাইরাসের মোকাবিলায় শহীদ হয়েছেন তাঁদের স্মরনে এই রক্ত অর্পন শিবির করা হয় এবং আজকের এই শিবির থেকে তিনি জাতী , ধর্ম, বর্ন নির্বিশেষে সকলের নিকট অনূরোধ করেন বর্তমানে কোভিড-১৯ এর ফলে রক্তের যে অভাব দেখা দিয়েছে সেই অভাব পূরন করতে হলে সকলকে মানবিক দৃষ্টান্ত স্থাপন করতে হবে রক্ত অর্পনের মাধ্যমে ।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যুক্ত এবং এইমস হাসপাতালে সংক্রামণ রোগের বিষয়ে প্রশিক্ষিত, বর্তমানে কোভিড রোগের টিকা আবিস্কারের গবেষণার সাথে যুক্ত ডাক্তার সায়ন্তন ব্যার্ণাজী,মাওলানা আব্দুর রশিদ, আবুল কালাম সহ সংগঠনের আরও নেতৃত্ব।অনুষ্ঠানটি বিশ্ববাসীর শান্তি কামনা করে সমাপ্তি হয়।
উল্লেখ যে ধার্মিক সংগঠন হওয়ার সত্বেও সামাজিক কাজই হলো এই ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের বৈশিষ্ট্য। প্রতিনিয়ত অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ায় এই সংগঠন, নিজেদের সামর্থ্য অনুযায়ী সাহায্য তুলে দেই অসহায় মানুষের কাছে। কিছুদিন আগেই মালদার এক অসহায় পরিবারের মেধাবী ছাত্রী যিনি টাকার অভাবে তার মার্কশিট আনতে পারছিলেন না, ডক্টর হওয়ার স্বপ্ন থাকলেও অসহায়ীতার কারণে আটকে পড়ে ছিলেন ওনার পাশেই আর্থিক সাহায্য নিয়ে পৌঁছেছেন এই সংগঠন।