|
---|
বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:- করোনা আবহের জন্য তীব্র রক্ত সংকট চলছে জেলা জুড়ে। এমত অবস্থায় রক্ত সংকট দূর করতে এবার এগিয়ে এল ডায়মন্ড হারবার প্রিন্স ক্লাব। আজ প্রিন্স ক্লাব এর পক্ষ থেকে ৫ তমবর্ষ গণেশপূজা উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মূলত রক্ত সংকট দূর করতে এদিনের এই রক্তদান শিবিরের আয়োজন বলে উদ্যোক্তারা জানিয়েছেন। করোনাবিধি ও সরকারি নির্দেশ মেনেই রক্তদান শিবিরের আয়োজন করেছেন উদ্যোক্তারা। এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন,ডা: হা:১নম্বর ব্লক সভাপতি গৌতম অধিকারী,ডা:হা:মহকুমা শাসক সুকান্ত সাহা, দ:২৪পরগনা জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মন্মহিনি বিশ্বাস,পৌরসভার কনভেনর সৌমেন তরফদার,ডা:হা: পৌরসভার সভাপতি অমিত সাহা, ক্লাবের সভাপতি জয়দেব হাতি, ক্লাবের সেক্রেটারি উত্তম দাস, সহ অন্যান্যরা। এদিন প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্লাবের মধ্যে সকাল থেকে প্রায় ৩০ জন স্বেচ্ছায় রক্ত দান করেছেন।