|
---|
মালদা ইংরেজ বাজার ব্লকের যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয় ও গোপীনাথপুর বাসন্তী পূজা কমিটির উদ্যোগে, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখা ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদার সহযোগিতায়, শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে ৬৪ জন স্বেচ্ছায় রক্ত দান এবং ১জন করোনামুক্ত হয়ে করোনা রোগীর জন্য প্লাজমা দান করেন। শিবিরে রক্তদাতা উদ্বুদ্ধকরণে বক্তব্য রাখেন, উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক মালদা- ডা: অমিতাভ মন্ডল, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদার সভাপতি কে পি সিং, ভারত স্কাউটস অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার সম্পাদক ও জেলা রক্তদান শিবির আহ্বায়ক নিরঞ্জন প্রামানিক ও অনিল কুমার সাহা প্রমূখ।