থ্যালাসেমিয়া ও মুর্মূস রোগীদের সহাযার্তে স্বেচ্ছায় রক্তদান শিবির

নুরউদ্দিন, রায়দিঘী : রক্তের সংকট মেটাতে এবার এগিয়ে এলো আমরা রক্ত যোদ্ধা গ্রুপ, শুক্রবার দিন দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘী বিধানসভার রায়দিঘী নার্সিংহোমে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হল আমরা রক্ত যোদ্ধা গ্রুপের পক্ষ থেকে। এই রক্তদান শিবিরটি ডায়মন্ড হারবার ব্লাড ব্যাংকের তত্ত্বাবধানে,রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আমরা রক্ত যোদ্ধা গ্রুপের সম্পাদক সভাপতি সহ সদস্যরা ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

    আমরা রক্ত যোদ্ধা গ্রুপের, সক্রিয় সদস্য সুদীপ মণ্ডল জানিয়েছেন থ্যালাসেমিয়া ও মুমূর্ষ রোগীদের রক্তের সংকট মেটাতে আমরা রক্তযোদ্ধা গ্রুপের পক্ষ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন সারা বছর ধরে আমরা বিভিন্ন সমাজসেবক মূলক কাজ করে থাকি, তারই অঙ্গ হিসাবে এই রক্তদান শিবিরের আয়োজন। এই শিবিরে বহু মানুষ রক্তদাতা রক্ত দান করেন। এবং রক্তদাতাদেরকে সম্মান জানিয়ে সার্টিফিকেট প্রদান করা হয়েছে। তিনি আরো জানিয়েছেন থ্যালাসেমিয়া ও মুমূর্ষ রোগীদের সহাযার্তে আপনারা রক্ত দিতে এগিয়ে আসুন এবং আমাদের সাথে থাকুন।