|
---|
নতুনগতি প্রতিবেদক: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল(Cyclone Remal)। শহরে ৯০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়। জারি হয়েছে সতর্কবার্তা। এরই মধ্যে গ্রীষ্মকালীন রক্ত সংকটে থ্যালাসেমিয়া রোগী সহ মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে স্বেচ্ছায় রক্তদান শিবির WBBS এর। আজ বাঙ্গুর হাসপাতাল ব্লাড সেন্টারে ইনহাউস শিবিরে প্রায় ৩০এর বেশি স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষ রক্তদান করেন। ৫ জন মহিলা রক্তদাতা সহ জীবনে প্রথম রক্তদাতা ৩জন রক্তদান করেন।
WBBS সংগঠন সারা বছরই মানুষের প্রয়োজনে রক্তের ব্যবস্থা করে থাকে। আজকে তাদের এই শিবির ছিলো “বিশ্ব রক্তদাতা দিবস” কে কেন্দ্র করে। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী অসীম দে, দেবাশীষ দাস, পংকজ দাস, সমিন্দ্র দেবনাথ, সীমা আগারওয়াল প্রমুখ।
সংগঠনের সঙ্গে কথাবলে জানাজায়, এই বছর তাঁরা আরও কিছু রক্তদান শিবিরের পরিকল্পনা করেছেন একই সঙ্গে রোগীর প্রয়োজনে, বিরল গ্রুপের রক্ত সংকট দেখাদিলে তাদের রক্তদাতা প্রস্তুত আছেন সংকট মোকাবিলার জন্য। এদিনে শিবির সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়।