|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : ১লা আগস্ট অনুষ্ঠিত হলো কুলতলী বিধানসভার ঘটিহারানিয়ার বাণীর ঢল ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির। যেখানে ৪৬৫ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। বর্তমানে করোনা নামক মারণ ব্যাধির জন্য তেমন দেখা মিলছেনা রক্ত দান শিবির আজ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা রক্ত দাতা দের নিয়ে এই মুহূর্তের রক্তের সঙ্কট দূর করতে রক্তদান উৎসব আয়োজন করলেন। এই মহতী উদ্যোগে দেখা কেবল মাত্র এলাকার মানুষ জন । বর্তমান পরিস্থিতিতে রক্ত সংকট থেকে নিরাময় পেতে ও আজকের দিনে মুমূর্ষু রোগীর রক্ত সংকট- থালাসেমিয়া আক্রান্ত রোগীদের জীবন বাঁচাবার চেষ্টায় সাধারণ মানুষের এই রক্তদান। এই মুহূর্তে তা উৎসবে পরিণত হয়েছে । আজকের মানব সেবায় মানুষের সাথে মানুষের পাশে থাকার লক্ষ্য নিয়ে আজকের এই মুহূর্তের রক্তদান। দুই টি মিনিট করলে পরে একটি জীবন বাঁচে। মানবতা এখনো বেঁচে- আর তার জন্য আমরা পারি মুমূর্ষু রোগীকে বাঁচাতে। নিজের রক্ত দিয়ে কেবল বিনিময়ে নয় স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে এক অমূল্য জীবনকে আমরা বাঁচাতে পারি। আমাদের সমাজকে আমরা উজ্জীবিত করতে এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে রক্তদান শিবিরের আয়োজন করি।