|
---|
আসিফ রনি, নতুন গতি, বহরমপুর : সোশ্যাল সাইটে অসুস্থ মহিলার সাহায্যের আবেদনে সাড়া দিয়ে এগিয়ে আসলো মুর্শিদাবাদ মিশন স্মাইল ট্রাস্ট নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। শুধু তাই নয় আগামী দিনেও সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।
জানা যায়, মুর্শিদাবাদের সালারের তালিবপুর গ্রামের বাসিন্দা নুরজাহান বিবি কিছু দিন আগে ইনফেকশন নিয়ে ভর্তি হয় কান্দী মহকুমা হসপিটালে। তারপর তাকে পাঠানো হয় বহরমপুর মেডিক্যাল কলেজে। কিন্তু পরবর্তী সময়ে আস্তে আস্তে খাবার খাওয়া বন্ধ হয়ে যায়। বর্তমানে কেবলমাত্র ফলের রস ছাড়া কিছু খেতে পারেন না। বাড়ির লোক বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছে। বর্তমানে বর্ধমান মেডিক্যাল এ দেখাচ্ছে। নুরজাহান বিবি এতোটাই অসুস্থ যে বিছানা ছেড়ে উঠতে পারে না।
অভাবের সংসার কোন রকম চলে। বর্তমানে তার চিকিৎসা জন্য অনেক অর্থের প্রয়োজন।গত ২১.০২.২২ তারিখে সোশ্যাল সাইডে সাহায্যের জন্য আবেদন করেন তার পরিবার।
ঘটনার খবর যায় স্বেচ্ছাসেবী সংস্থা মুর্শিদাবাদ মিশন স্মাইল ট্রাস্টের কাছে। সংস্থার সদস্যরা বিভিন্ন ভাবে কালেকশন করে ১০ হাজার ৪১ টাকা তুলে দেন নুরজাহান বিবির পরিবারের হাতে। তাছাড়াও আগামী দিনে চিকিৎসার জন্য সব রকম সাহায্যের আশ্বাস জানিয়েছে।
সংগঠনের সদস্য তানজিব নতুন গতিকে জানায়,আমাদের মিশন অসহায় পরিবারের মুখে হাসি ফোটানো। সেই লক্ষ্যে এগিয়ে চলেছে মুর্শিদাবাদ মিশন স্মাইল ট্রাস্ট। এই রকম অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করে চলেছি আমরা।