করোনা আবহে দুস্থ পাত্রীর বিয়েতে এগিয়ে আসল স্বেচ্ছা সেবি সংস্থা

মালদা: করোনা আবহে দুস্থ পাত্রীর বিয়েতে এগিয়ে আসল স্বেচ্ছা সেবি সংস্থা। বিয়ের আর্শীবাদ থেকে আত্মীয় পরিজনদের অপায়ন সমস্ত কিছুর দায়িত্ব নেন স্বেচ্ছা সেবি কর্মীরা। এমন উদ্যোগে খুশি পাত্রী থেকে তার পরিবার। ইংলিশ বাজারের মাধবনগর মহেশপুরের কল্পনা ঘোষ বাসাবাড়িতে কাজ করে সংসার চালান। ১০ বছর আগেই স্বামী স্বপন ঘোষ প্রয়াত হয়েছেন। তিন মেয়ে, দুই মেয়ের আগেই কষ্ট করে বিয়ে দিয়েছেন। ছোট মেয়ে রুপালি ঘোষ উচ্চমাধ্যমিক পাস করেছেন। বর্তমানে রুপালির ২১ বছর বয়স। ইতিমধ্যে বি এস রোডে সুজয় সাহার সাথে করোনা আবহের মধ্যে বিয়ের দিনক্ষণ ঠিক হয়। রুপালির মা কল্পনা ঘোষ বিয়ের খরচের টাকা জোগাড় করতে নাপারায়, জাগরন মালদা স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বারস্থ হন। তারপর জাগরণ মালদা ফেসবুকে প্রচার করেন এবং জাগরণের হিতাকাঙ্খী,ও সদস্যরা মিলিয়ে রুপালির বিয়ে ৬ জুন ২০২১ সুসম্পন্ন করা হয়। পাত্রী রুপালি তার মনের কথা বলেই ফেলেন স্বপ্নেও কোনদিন ভাবিনি’ এইভাবে জাগরণ মালদার দাদা দিদিরা এসে মেহেন্দি পরান, আইবুড়ো ভাত খাওয়া, আমাকে মেকাপ করা, সাজনাতোলা সাজানো, বাজারকরা ইত্যাদি অনুষ্ঠান অন্তত থেকে করেছেন, জীবনে তাদের ঋণ কোনদিন শোধ করতে পারবোনা। এই ধরনের বিয়ে দেখতে জাগরণের অনেক হিতাকাঙ্খী পাত্র পাত্রীকে আশীর্বাদ করে আসেন ।