ভরা কটাল সঙ্গে ঘূর্ণিঝড় রেমালের জোড়া ফলা আইলার স্মৃতি ফিরতে পারে সুন্দরবনে

হাসান লস্কর, সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা : এই মুহূর্তে চলছে ভরা কটাল তার উপরে মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে গাঙ্গেও সুন্দরবন এলাকায়। প্রশাসনের পক্ষ থেকে সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে চলছে মাইকিং প্রচার । আগামী রবিবার ল্যান্ডফল হতে পারে ঘূর্ণিঝড়ের। আইলার ক্ষত এখনো বঙ্গবাসীর মন থেকে মুছে না গেলেও আবার আবার রেমালের সতর্কবার্তা। আবহাওয়াবিদদের মতে এই ভরা কোটালে আইলার মত হতে পারে রেমাল এমনই ধারণা করছেন তারা। বিশেষ করে এখনো বঙ্গে বর্ষা না এলেও আবহাওয়ার যেমন পরিবর্তন উত্তর ২৪ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদনিপুর সহ একাধিক জেলায় এর প্রভাব পড়তে পারে।কুলতলী ব্লক প্রশাসনের পক্ষ থেকে এলাকার সকল গ্রামবাসীকে সতর্ক করা হচ্ছে যে আগামী ২৬ শে মে, রবিবার, একটি সামুদ্রিক ঘূর্ণিঝড় যার নাম রেমাল এই জেলার উপর আছড়ে পড়তে পারে। ফলে সমুদ্র এবং নদীগুলির জল ফুলে ফেঁপে উঠতে পারে। সেইকারণে নদী উপকূলবর্তী সমস্ত মানুষকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করছেন নিকটবর্তী সাইক্লোন সেন্টারগুলোতে আশ্রয় নিতে। মৎসজীবিদের নতুন করে নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে এবং যারা ইতিমধ্যেই মাছ ধরতে বেরিয়েছেন তাদের ফেরত আসার জন্য বলা হচ্ছে। তবে অযথা আতঙ্কিত না হওয়ার কথা জানাচ্ছেন ও তারা। অযথা গুজব ছড়াতে নিষেধ করছেন তারা। ব্লক প্রশাসন সর্বদা আপনাদের পাশে রয়েছে।