ভোরের কোকিল সাহিত্য পত্রিকার ৩য় বর্ষ সংখ্যা প্রকাশ

রহমতুল্লাহ, শিয়ালদা : রবিবার ভোরের কোকিল সাহিত্য পরিষদ এর তৃতীয় বর্ষ সংখ্যা প্রকাশিত হলো কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে ।এদিনে সকাল সাড়ে ১০টার সময় স্নেহা দাস এর উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর সমীর শীল, গৌরব চক্রবর্তী, ভবানী শঙ্কর বন্দ্যোপাধ্যায়।সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক তাপস কুমার বর, সাধারণ সম্পাদক আশীষ মন্ডল ও মুখ্য উপদেষ্ঠা বিউটি দাস। আজকের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে তরুণ ও প্রবীণ কবিরা উপস্থিত ছিলেন,বি এইচ মন্ডল, ওয়াসিম আকরাম ,মহাদ্দেশ সেখ তপন কুমার পাল, দেবাশীষ অধিকারী, জলি ঘোষ। অনুষ্ঠানের পক্ষ থেকে সাহিত্যরত্ন, সত্যজিৎ রায় সম্মান, এবং সমস্ত কবি কে ভোরের কোকিল বার্ষিক সম্মাননা তুলে দেওয়া হয়। সমস্ত অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন মদন মন্ডল ও অরিজিৎ বসু।