রাস্তার দাবিতে দুই গ্রামে ভোট বয়কট

 

    মালদা, ১০ মার্চ: বারবার দাবি করেও চলার রাস্তা না মেলায় এবার ভোট বয়কটের সিদ্ধান্ত নিল মালদার মোথাবাড়ি বিধানসভার গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের দুটি গ্রামের বাসিন্দারা। এখানকার নমোপাড়া ও সন্দেশপুর গ্রামের প্রায় সাতশোটি পরিবারের হাজার দুয়েক বাসিন্দা বিধানসভা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। বাসিন্দাদের অভিযোগ, নমোপাড়া অক্তিয়া মসজিদ থেকে সন্দেশপুর প্রাইমারি স্কুল পর্যন্ত প্রায় তিনশো মিটার রাস্তা নানা টালবাহানায় এখনও পর্যন্ত তৈরি হয়নি। রাস্তার বেশিরভাগ অংশই পুকুরের জলে তলিয়ে গেলেও তা মেরামতের কোনও উদ্যোগ নেয়নি পঞ্চায়েত প্রশাসন। স্থানীয় পঞ্চায়েত সদস্যদের বলেও কোনও লাভ হয়নি। ফলে সন্দেশপুর প্রাইমারি স্কুলে যেতে নমোপাড়ার ক্ষুদে পড়ুয়াদের জল সাঁতরে যেতে হয়। বর্ষাকালে পরিস্থিতি হয় ভয়ঙ্কর। এখন পুকুর শুকালেও রাস্তার দশা বেহাল। তাফাজুল শেখ নামে এক গ্রামবাসী জানান,” ভোটের আগে প্রতিবার রাস্তার প্রতিশ্রুতি দেয় নেতারা। ভোট পার হলেই সব উধাও। এবার আমরা ঠিক করেছি , যদি আগে রাস্তা না করা হয় তবে দুই গ্রামের বাসিন্দারা ভোট বয়কট করব।” সেলিনা বিবি নামে এক গৃহবধূ বলেন, ” রাস্তার না থাকায় বাড়ির বাচ্চাদের জল কাদা পেরিয়ে একশো মিটার দূরে স্কুলে যেতে হয়। তা না হলে প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে স্কুলে যেতে হয়। যদি এই রাস্তা না তৈরি হয় তবে এবার আমরা ভোট দিব না।” এই বিষয়ে মোথাবাড়ি বিধানসভার বিদায়ী বিধায়ক তৃণমূলের সাবিনা ইয়াসমিন জানান,” ভোট বয়কট কোনও সমস্যার সমাধান নয়। ওই রাস্তাটির টেন্ডার হয়ে আছে। ঠিকাদার কেন দেরি করছে খোঁজ নিয়ে দেখব।” যদিও বিধায়কের এই আশ্বাসেও সিদ্ধান্ত বদল করবেন না বলে জানিয়েছেন গ্রামদুটির বাসিন্দারা।