ভোটের আগে মেমারিতে নাকা চেকিং পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর

নূর আহমেদ, মেমারি, ১১ মে,লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট ১৩ মে সোমবার। বহরমপুর, বোলপুর, বীরভূম, কৃষ্ণনগর, আসানসোল, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, রাণাঘাট লোকসভাকেন্দ্রে ভোটের আগে আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য শুরু হয়েছে পুলিশের নাকা-চেকিং। ভোটের দুদিন আগে শনিবার রাতে পূর্ব বর্ধমান জেলার মেমারি বামুনপাড়া মোড়ে মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশীষ নাগের নেতৃত্বে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে নাকা চেকিং করা হয়। বিশেষ করে বাইক ও যাত্রীবাহী চারচাকাতে তল্লাশি চালানো হয়। নাকা চেকিং এর সময় বিশেষ করে নজর দেওয়া হয় নিয়ম বর্হিভূত নগদ টাকার লেনদেন, বোমা, অস্ত্র পাচার, মদ পাচার হচ্ছে কীনা। এদিন বামুনপাড়া মোড়ে প্রায় ৫৫ টি বাইক ও যাত্রীবাহী চার চাকা চেকিং করা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়। মেমারি থানার অন্তর্গত সাতগেছিয়া চৌমাথাতেও নাকা চেকিং পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি করা হয় বলে জানা যায়। ভোটের আগে মেমারি থানার পুলিশের এই তৎপড়তাকে স্থানীয়বাসীরা সাধুবাদ জানাই।