নিজের ছবির জায়গায় কুকুরের ছবি বসায় রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছে সুনীল কর্মকার

নিজের ছবির জায়গায় কুকুরের ছবি বসায় রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছে সুনীল কর্মকার

    এস ইসলাম,নতুন গতি,মুর্শিদাবাদ:একেই তো এনআরসি সিএএ আতঙ্ক। তার উপরে আবার ভুলে ভরা নতুন ভোটার ছবি। মঙ্গলবার মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বিভিন্ন বুথে নতুন ভোটারদের ভোটার কার্ড বিলির কাজ শুরু হয়। এদিন হাতে ভোটার ছবি পান বেওয়া ২ নম্বর গ্রামপঞ্চায়েতের ৪০ নম্বর বুথের রামনগরের বাসিন্দা সুনীল কর্মকার(৬০)। ভোটার কার্ড হাতে পেয়ে কার্যত হতভম্ব হয়ে পড়েন তিনি। ভোটার কার্ডে তাঁর ছবির জায়গায় কুকুরের ছবি ( WR12007649)।


    এদিকে নিজের ছবির জায়গায় কুকুরের ছবি বসায় রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছে সুনীল কর্মকার। তিনি জানান, মানুষ হিসেবে আমাকে অপমান করা হয়েছে। আমাকে পশু হিসাবে নির্বাচন কমিশন স্বীকৃতি দিয়েছে। সুনীল কর্মকার ৬ জানুয়ারি সংশোধনের জন্য ফর্ম জমা দিয়েছিলেন। ৮ জানুয়ারি সেই ফর্ম আমি জমা দিই ।বিষয়টির সত্যতা কার্যত স্বীকার করে নিয়ে ফরাক্কার বিডিও রাজর্ষি চক্রবর্তী জানান, বিষয়টি জানার পর খোঁজ নিয়ে দেখেছি।