ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই উদ্দীপনা বাড়ছে তৃণমূল কর্মীদের,ফারহাদ

নিজস্ব প্রতিবেদক, হাড়োয়া : ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই উদ্দীপনা বাড়ছে তৃণমূল কর্মীদের, বক্তা উঃ ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের লড়াকু মুখ তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ। বলাবাহুল্য সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক, সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী শেখ নূরুল ইসলাম এর সমর্থনে মঙ্গলবার পথসভা অনুষ্ঠিত হয় হাড়োয়া বিধানসভা এলাকার কীত্তিপুর -২ অঞ্চলের পাড় খড়িবাড়িতে। দলের কর্মীদের স্বতঃস্ফূর্ত আবেগ উচ্ছ্বাস দেখে ফারহাদ বলেন বারাসাত -২ নং ব্লক অত্যন্ত সংঙ্গবদ্ধ সভাপতি শ্রী শম্ভুনাথ ঘোষ এর নেতৃত্বে। এখান থেকে প্রচুর সংখ্যক ভোট লিড করবে তৃণমূল কংগ্রেস। ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রী শম্ভুনাথ ঘোষ বলেন মানুষের রায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। সাধারণ মানুষের পরিষেবা তৃণমূল কংগ্রেস বছরভর দিয়ে এসেছে তার প্রতিদান দেওয়ার জন্য মুখিয়ে আছে। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি,অঞ্চল নেতৃত্ব সাহাবুদ্দিন আলি, সহিদুল ইসলাম, রমা মন্ডল,রবিউল হোসেন,কাশেম আলী,আসাদ আলি, দীপু মন্ডল,আমির হোসেন, ডাঃ মসিউদ্দিন,মলয় ঘোষ, খোকন শা,নাইমুল ইসলাম, রাজ্জাক মল্লিক প্রমুখ।