|
---|
খান আরশাদ, বীরভূম:
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাজনগরের বিভিন্ন বুথে শেষ হল ভোটগ্রহণ, ভোট পড়েছে ৮৩ শতাংশ।
রাজনগরের বিভিন্ন বুথে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সোমবার শেষ হলো ভোটগ্রহণ। চতুর্থ দফায় বীরভূমে আজ সোমবার ভোট গ্রহণ সম্পন্ন হল। অন্যান্য জায়গার পাশাপাশি রাজনগর ব্লকের অন্তর্গত ৬৮ টি বুথেও ভোটগ্রহণ করা হল। এর মধ্যে পাঁচটি বুথ মহিলা কর্মী দ্বারা পরিচালিত ছিল। ভোট কর্মীরা ঠিকঠাক যাতে ভোট দিতে পারেন কেন্দ্র বাহিনীর জওয়ানরা সেদিকে লক্ষ্য রেখে ভোটারদের ভোট দিতে সাহায্য করেন। রাজনগর ও চন্দ্রপুর থানার পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
সকাল দিকে ভোট গ্রহণের শুরুতেই অবশ্য রাজনগরের ৬৫, ৬৬ এবং ৬৮ নাম্বার বুথে টেকনিক্যালি কিছু সমস্যার জন্য কিছুক্ষন পর ভোটগ্রহণ শুরু হয়। রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী জানিয়েছেন রাজনগরের প্রতিটি বুথেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং ৬৮ টি বুথে ৮৩.৫২ শতাংশ ভোট গ্রহণ করা হয়েছে। রাজনগর ব্লকে ৬৮ টি বুথে প্রায় ৫৩ হাজার মতো ভোটার রয়েছেন বলে জানা গিয়েছে।
দলীয় কর্মীদের উৎসাহ প্রদানের জন্য রাজনগরে ভোটের দিন আসেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরী । সঙ্গে ছিলেন ব্লক তৃণমূল সভাপতি সুকুমার সাধু।
বিধায়ক বিকাশ রায় চৌধুরী জানান
ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে । এবং রাজনগর থেকে রেকর্ড ভোটে লিড দেবে তৃণমূল।