|
---|
নিজস্ব সংবাদদাতা : অনলাইন মাধ্যমেই হবে রাজ্যের আবাসনগুলির ভোট। বুধবার এমনটাই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। পাশাপাশি, প্রশাসক বসানোর সিদ্ধান্তও খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, অনলাইন পদ্ধতিতেই হবে রাজ্যের সমস্ত আবাসনের নির্বাচন। আবাসিকরা ইলেকট্রনিক ব্যালটে ভোট দিতে পারবেন।
নিউটাউনের একটি আবাসনের নির্বাচনকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। অথচ, ২০১৯ সালে ওই আবাসনে অনলাইনেই ভোট হয়েছিল। ওয়েস্ট বেঙ্গল অ্যাপার্টমেন্ট ওনারশিপ আইন অনুযায়ী, অনলাইন না অফলাইনে ভোটগ্রহণ হবে তা নিয়ে বিতর্ক বাধে। সেই মামলাতেই বুধবার হাই কোর্ট অনলাইন মাধ্যমে নির্বাচন করার পক্ষে রায় দেয়। ওই আইন অনুসারে, কোনও আবাসনের পরিচালনার দায়িত্বে থাকবেন বোর্ড অফ ম্যানেজারস। প্রতি তিন বছর অন্তর ম্যানেজার নির্বাচিত হবেন আবাসিকদের ভোটে।
এখন হাই কোর্টে নিউটাউনের ওই আবাসনের দাবি, নতুন নির্বাচন হওয়ার আগেই সেখানে প্রশাসক বসিয়ে দিয়েছে দেখভালের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যা এক প্রকার নিয়ম বিরুদ্ধ। এই দাবি শুনে বিচারপতির পর্যবেক্ষণ, ‘‘স্কুল, কলেজ, সমবায় সর্বত্র প্রশাসক বসিয়ে হস্তক্ষেপ করার চেষ্টা চলছে। আদালত এটা মেনে নিতে পারে না!’’ উচ্চ আদালতের নির্দেশ, দায়িত্বে থাকা কর্তৃপক্ষের সিদ্ধান্ত বাতিল করা হল। চলতি মাসের ২৬ তারিখ নিউটাউনের ওই আবাসনে ভোটগ্রহণ হবে। ১৭ মে’র মধ্যে ইমেল আইডি-সহ সমস্ত যোগ্য ভোটারদের তালিকা প্রকাশ করতে হবে।মামলাকারীর আইনজীবী শ্রীজীব চক্রবর্তী বলেন, ‘‘এই মামলায় আদালত যা নির্দেশ দিয়েছে আগামীতে রাজ্য অ্যাপার্টমেন্ট ওনারশিপ আইনের আওতায় যুক্ত সব আবাসনের নির্বাচনে তার প্রভাব পড়বে।’’