বিহারের প্রথম দফার ৭১ আসনে ভোট শুরু হচ্ছে আজ

নতুন গতি ওয়েব ডেস্ক: আজ বিহারে ২৪৩ টি আসনের প্রথম দফায় ৭১টি আসনের ভোট। এনডিএ ও মহাজোটের মধ্যেই এবারের লড়াই,আজ ৭১টি আসনের জন্যে ভোট, ১৬ টি জেলায় ১০৬৬ জন তাদের ভোটা ধিকার প্রয়োগ করবে, এরমধ্যে অন্তত ৮ জন মন্ত্রী লড়ছেন। সমস্থ করম করোনা সর্তকতা মেনে ভোট নেওয়া হচ্ছে।

     

    সন্ধ্যে ৬ টা পর্যন্ত ভোট দিতে পারবেন ভোটাররা প্রতিটি বুথে মাস্ক গ্লাবস রাখা হয়েছে। ভটারদের গ্লাবস হাতে পরে তারপর ভোট দিতে হচ্ছে।