ওয়াকফ বিল রুখতে গলসিতে জমিয়তের আলোচনা সভা

আজিজুর রহমান,গলসি : জমিয়তে উলামায়ে হিন্দের গলসি শাখার উদ্যোগে এক বিশেষ আলোচনা শিবির অনুষ্ঠিত হয় পুরসা জামে মসজিদে। সভায় উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন মসজিদের ইমাম ও মসজিদ কমিটির সদস্যরা। জানা গেছে, কেন্দ্রীয় সরকার নতুন একটি ওয়াকফ বিল প্রস্তাব করেছে, যা মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানবে। বিলটি পাশ হলে মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষদের আল্লাহর নামে দান করা সম্পত্তি তাদের হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। এর ফলে মুসলিম সমাজের ধর্মীয় ও সামাজিক অবকাঠামোয় বিরূপ প্রভাব পরবে বলে উদ্বেগ প্রকাশ করেন সভায় উপস্থিত নেতৃবৃন্দ। তাই এই বিলের বিরোধিতা এবং জনসচেতনতা লক্ষ্যে এই আলোচনা শিবির।

    গলসি ব্লক জমিয়তে উলামায়ে হিন্দের সহ-সম্পাদক ক্কারী সেখ মহসিন জানান, গলসি এলাকার সকল মসজিদের ইমামদের সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি সংগঠনের সদস্যরা ও মসজিদের ইমামরা এলাকার মানু‌ষের কাছে তাদের বার্তা পৌছে দেবেন। এছাড়াও, ব্লকের বিভিন্ন জায়গায় তাদের পথসভা চলবে। সেখান থেকে জনসমাজে ওই বিলের ক্ষতিকারক দিকগুলিকে তুলে ধরবেন। পাশাপাশি আগামী ২৮শে নভেম্বর কলকাতার রানী রাসমণি রোডে জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য শাখার উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। ওই জনসভায় এলাকার জমিয়ত কর্মীরা অংশ নেবেন। এবং ওই বিলের বিরুদ্ধে সোচ্চার হয়ে তারা প্রতিবাদ জানাবেন।