বিশ্ব স্বাস্থ্য দিবসে কুইজ কেন্দ্রের উদ্যোগে পদযাত্রা, রক্তদান শিবির ও চারাগাছ রোপণ

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ও পাঁশকুড়া……শুক্রবার বিশ্ব জুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা “হু” এর ৭৫ তম প্রতিষ্ঠা দিবস তথা বিশ্ব স্বাস্থ্য দিবস।এই কর্মসূচির সঙ্গে তাল মিলিয়ে দুই মেদিনীপুর জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে পালিত হলো এই দিনটি। এই উপলক্ষ্যে এবারের স্বাস্থ্য দিবসের আহ্বান “সবার জন্য স্বাস্থ্য” এই শ্লোগানকে সামনে রেখে এদিন সকালে পশ্চিম মেদিনীপুর কালেক্টরেটের মূল ফটক থেকে একটি পদযাত্রা শুরু হয়ে মেদিনীপুর শহর পরিক্রমা করে‌ পুনরায় কালেক্টরেট গেটে শেষ হয়।

    স্বাস্থ বিষয়ক নানা প্লাকার্ড নিয় শোভাযাত্রায় অংশ নেন কুইজ কেন্দ্রের সদস্য-সদস্যারা ও শুভানুধ্যায়ীদেররা। এই পদযাত্রা চলা কালীন স্বাস্থ্য বিষয়ক গান করেন প্রধান শিক্ষক অমিতেশ চৌধুরী, শিক্ষক প্রলয় বিশ্বাস,স্বাস্থ্য বিষয়ক আবৃত্তি করেন প্রধান শিক্ষিকা পলি পাহাড়ি, শিক্ষক সুতপা বসু, স্বাস্থ্য বিষয়ক বক্তব্য রাখেন অধ্যাপক বিশ্বজিৎ সেন, শিক্ষক গৌতম বসু, প্রধান শিক্ষক স্নেহাশিস চৌধুরী প্রমুখ। পদযাত্রায় অন্যান্যদের সাথে যোগ দেন কুইজ কেন্দ্রের শুভানুধ্যায়ী সমাজকর্মী সুজাতা সামন্ত দোলাই, সমাজকর্মী শিক্ষক মৃত্যূঞ্জয় সামান্ত, সমাজকর্মী মণিদীপা পাল, শিক্ষক প্রশান্ত রুইদাস,সমাজসেবী পারমিতা সাউ,সরকারী আধিকারিক ইন্দ্রদীপ চক্রবর্তী,সমাজ সেবী তিমির বরণ পাল,ক্রীড়াবিদ্ পিন্টু সাউ প্রমুখ। পদযাত্রায় উপস্থিত ছিলেন কুইজ কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিংকু চক্রবর্তী,পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদক সুভাষ জানা সহ অন্যান্য সদস্য-সদস্যাবৃন্দ।

    পাশাপাশি এদিন পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া হাসপাতাল ব্লাডব্যাংকে প্রয়াত ভোলানাথ পতির স্মরণে একটি ইন হাউস ব্লাড ডোনেশন ক্যাম্প হয় এবং পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ব্লাড ব্যাংকেও একটি ইন হাউস রক্তদান শিবির হয়। দুটো শিবির মিলে মোট ৭৭ জন রক্তদাতা রক্তদান করেন। পাঁশকুড়াতে রক্তদেন ৩৯ জন, মেদিনীপুরে রক্তদেন ৩৮ জন। সবুজায়নের বার্তা দিতে রক্তদানের পাশাপাশি পাঁশকুড়াতে চারাগাছ রোপণ কর্মসূচিও এদিন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য বিগত বেশ কয়েক বছর ধরে কুইজ কেন্দ্রের সদস্য সমাজকর্মী শিক্ষক ভাস্করব্রত পতির প্রয়াত পিতা ভোলানাথ পতির স্মৃতিতে পতি পরিবার ও কুইজ কেন্দ্রের যৌথ উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। এদিন কর্মসূচিগূলি সুষ্ঠু ভাবে রূপায়িত হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে কুইজ কেন্দ্রের পক্ষে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন কুইজ কেন্দ্রের সম্পাদক সুজন বেরা, সভাপতি রিংকু চক্রবর্তী, প্রতিষ্ঠাতা সম্পাদক মৌসম মজুমদার।